ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলার লেলাংয়ে পানিতে ডুবে ওমর ফারুক (৯) ও উম্মে হাবিবা (৭) নামে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ জুলাই (বুধবার) দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের দক্ষিণ গোপালঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই ভাই- বোন স্থানীয় মোল্লার টিলা এলাকার লোকমানের শিশু সন্তান।
স্থানীয়রা জানান, বাড়ির অদুরে বিলে দুই ভাই বোনকে গরু চড়াতে দিয়ে তাদের বাবা লোকমান অন্যত্র কাজে চলে যায়। পরে পিতা এসে দেখতে পায় তারা সেখানে নেই। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর বিলের একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় স্বজনরা।
এদিকে নিহত দুই ভাই বোনের লাশ বাড়িতে আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।