তাওহীদ ইসলাম (ফুয়াদ)
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের সুনামধন্য স্কুল ভবানীপুর হাজী ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ এস,এস,সি ব্যাচ ২০১৫ কৃতক মঙ্গলবার ১২/০৭/২০২২ তারিখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সকল ছাত্র ছাত্রী দের মিলনমেলা অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ০৫:০০ পর্যন্ত ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও দুপুরের লাঞ্চের ব্যবস্থা করা হয়। স্বনামধন্য ভবানীপুর হাজী ইব্রাহীম এর ছাত্র বলে তারা নিজেকে ধন্য মনে করেন। মোঃ রাকিবুল ইসলাম রাকিববলেন।
ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষপ্রধান শিক্ষক মোঃ শফিকুল আলম রুবেল, আমাদের প্রিয় স্যারের সহযোগিতায় সকল ছাত্রছাত্রীরা একসাথে পিকনিক করার সুযোগ পেয়েছি ও আমাদের একে একে দশটি বছর কেটে যাওয়ার সেই মাধ্যমিক বিদ্যালয় আসতে পেরে আমরা ধন্য মনে করি।
সার্বিক কার্যক্রমে, অনেক কষ্ট করেও আনন্দ দেয়ার ও উপভোগ করার জন্য মোঃ শুভ আলিম,আপ্রাণ চেষ্টা করেছেন, মোঃ রনি হাওলাদার,এবং মোঃ মিরাজ হাওলাদার, আশিক ‘সহ অন্যান্য ছাত্রছাত্রী বৃন্দ প্রমুখ।