মোঃ আবু মুসা তুহিন
সোনাগাজী পৌরসভা মৎস্যজীবী দলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে জেলা মৎস্যজীবি দল। বুধবার বিকালে জেলা মৎস্যজীবী দলের আহবায়ক এম এ জহির চৌধুরী এবং সদস্য সচিব মোঃ মিজানুর রহমান ভূঞা স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রেস রিলিজের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়। ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আবুল কালামকে সভাপতি, আলাউদ্দিন ড্রাইভার সিনিয়র সহ-সভাপতি ও ইমাম হোসেন রুবেলক সাধারণ সম্পাদক , মোহাম্মদ আলীকে সিনিয়র যুগ্ম সম্পাদক, মোশাররফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটি ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত -সভাপতি সৈয়দ আলম ভূঞাঁ। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক- নিজাম উদ্দিন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবদুল আউয়াল সজিব, পৌর স্বেচ্চাসেবক দলের – যুগ্ন আহবায়ক মাইন উদ্দিন আহমেদ,উপজেলা মৎস্যজীবি দলের প্রচার সম্পাদক ইম্রাফিল স্বপন, সোনাগাজী সদর মৎস্যজীবী দলের সভাপতি নুর নবী হেলাল, সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক – তোফাজ্জল হোসেন সাগর,জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য – এনামুল হক বই মানিক, পৌর বিএনপি নেতা মিজানুর রহমান সাগর সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদ্য ঘোষিত কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক ইমাম হোসেন রুবেল সহ অন্যান্যরা দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।