আখতারুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে চ্যাঞ্চল্যকর নয়ন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের এলাকাবাসীর উদ্যোগে তরুণ নয়ন হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তব্য রাখেন,১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসিদুল হক নিখিল,অবসরপ্রাপ্ত পেশকার ওবাইদুল হক, ১৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শারিফ খান, বাংলাদেশ ছাত্রলীগের নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি আল-গালিব,নয়নের বাবা লিয়াকত আলী।
বক্তারা, নয়ন হত্যাকান্ডে জড়িত প্রধান আসামীরাসহ এখনও অনেক আসামীরা গ্রেফতার হয়নি। তাদের দ্রুত গ্রেফতার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে নেতৃবন্দ নয়ন হত্যাকান্ডের বিচার চেয়ে একটি স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।
উল্লেখ্য, ঈদুল আযহা’র দিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় যুবলীগ নেতা নয়নকে কয়েকজন সন্ত্রাসী ছুরি দিয়ে কুপিয়ে নৃংশভাবে আহত করে,পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে রাত ৯টায় নয়নের মৃত্যু হয় ।