আশরাফুল ইসলাম গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলা প্রশাসনের আয়োজনের মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
তোলা লক্ষ্যে আজ ১৪ জুলাই বৃহস্পতিবার সদর উপজেলা অডিটরিয়াম হলরুমে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরিফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরে হাবিব টিটন, সদর থানার অফিসার ইনর্চাজ মাসুদুর রহমান, বীরমুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি কেএম রেজাউল হক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ অন্যান্যরা।
উক্ত কর্মশালার সঞ্চালনা করেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান।