মোঃ আবু মুসা তুহিন
ফেনী জেলা জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৪ই জুলাই (বৃহস্পতিবার) বিকেলে ফেনী শহরের ফুডল্যাণ্ড রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী রাশেদ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধার সঞ্চালনায় সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জনহিতকর কর্মকাণ্ডের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার (ভিপি জহির),জেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান, সহসভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল হক জাহিদ, জাতীয় মহিলা পার্টির জেলা আহ্বায়ক ফারহানা আইরিন, জাতীয় তরুণ পার্টির জেলা আহ্বায়ক এম নাছির উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তাগণ সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের জীবদ্দশায় জনহিতকর কার্যক্রমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।