মোঃ আবু মুসা তুহিন
সোনাগাজী সদর ইউনিয়নের চরখোয়াজ- সুজাপুর হাফেজ আহমদ করিম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর বড় ভাই মরহুম দেলোয়ার হোসেন এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চরখোয়াজ – তেমুহনী মসজিদে ২০২২ ইং সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের নিয়ে
দোয়া মিলাদ মাহফিল এবং সংবর্ধনা বাদে আসর ফাউন্ডেশনের সহ সভাপতি আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আমেরিকা প্রবাসী জসিম উদ্দিন এর মরহুম পিতা দেলোয়ার হোসেন এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে চরখোয়াজ এবং সুজাপুর এর অন্তত ২০ জন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ শুভেচ্ছা অনুদান প্রদান করা হয়।