সংবাদদাতা: বাকেরগঞ্জ,বরিশাল
জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খাস মহেশপুর ভেরিবাঁধের পাশ থেকে আজ ১৮ জুলাই দুপুর ১ টায় সায়েম নামের এক যুবকের মরাদেহ উদ্বার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
স্থানিয়রা জানান,রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবকে পরে থাকা দেখে পুলিশকে খবর দেই। পুলিশ এসে দেখতে পায় যুবকের মৃত্যু দেহ।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ উদ্ধার যুবক আমির শরদার এর পুত্র সায়েম সরদার। তাদের ঠিকানা বরগুনা জেলার, বেতাগী উপজেলার দেশান্তরকাঠী গ্রামে। লাশ পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য এখন পর্যন্ত জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে তাকে গত রাতেই হত্যা করা হয়েছে।