খুলনা ব্যুরো
খুলনার পাইকগাছা উপজেলার পল্লীতে পানিতে ডুবে মোস্তাকিম হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৮ জুলাই ) সকাল এগার টার দিকে উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মোস্তাকিম হোসেন উপজেলার দেলুটি ইউনিয়নের তেলিখালী এলাকার মকবুল বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,সোমবার সকালে মোস্তাকিম বাড়ির উঠানে খেলা করতে করতে হঠাৎ সে হারিয়ে যায়। পরে তাকে অনেক খোজাখুজি করে পাওয়া যায়না। পরে তার পরিবার হঠাৎ তাকে পুকুরে ভাসতে দেখে।
একপর্যায়ে মোস্তাকিমের পিতা মকবুল বিশ্বাস বাড়ির পুকুর থেকে সকাল সাড়ে দশটার দিকে অচেতন অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে। উদ্ধারের পর বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট বিগরদানা পুলিশ ফাড়ির এ এস আই মোঃ আসাদুজ্জামান। এ বিষয় পাইকগাছা থানায় একটি ইউডি মামলা হয়েছে। ##