গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাউলতিয়া ২১ নং ওয়ার্ডে বাজারের যাওয়ার পথে বজ্রপাতে এক জন নিহত ও দুইজন আহত হয়েছেন। বুধবার(২০ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে কাউলতিয়া নালিরপাড় ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় হাকিম উদ্দিন (৪৫) নামের একজন ঘটনা স্থলেই নিহত হন এবং রহিজউদ্দিন ও শফি দেওয়ান নামের আরও দুইজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কাউলতিয়া ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফারুক আহমেদ। তিনি জানান, সকাল সাড়ে দশটার দিকে তারা তিনজন মিলে বাজারে যাচ্ছিলেন।এ সময় নালিরপাড় ব্রিজের ওখানে পৌঁছালে বজ্রপাত হলে হাকিমুদ্দিন পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে রহিজউদ্দিন ও শফি দেওয়ান আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।