1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন

Translate in

চাঁদপুরের জেলা প্রশাসকের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় নারী সংগঠন বিজয়ীর নারী উদ্যোক্তাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ১২৩ বার দেখা হয়েছে

মোঃ মুছা তপাদর,চাঁদপুর জেলা প্রতিনিধি

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসানের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সৈজন্য সাক্ষাৎ করেন চাঁদপুরের প্রথম নারী সংগঠন “বিজয়ী”। অদ্য ২০শে জুলাই সকাল ১১ ঘটিকায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বিজয়ী সংগঠনের নারী উদ্যোক্তাগন ফুলেল শুভেচছা জানিয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা ও সৈজন্য সাক্ষাৎ করেন।
এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত সকল নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন- চাঁদপুরের সকল উদ্যোক্তা বিশেষ করে নারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতা করবেন। বিশেষ করে মহিলা ও সমাজ সেবা অধিদপ্তরের কে অবহিত করে রাখবেন যাতে উদ্যোক্তাদের জন্য নানা রকম প্রশিক্ষনসহ সুযোগ সুবিধা গুলো যথা সময়ে দেওয়া যায়।
নারী উদ্যোক্তা সৃস্টি ও উদ্যোক্তাদের সার্বিক সহায়তারল ও নারী ক্ষমতায়নের লক্ষে তানিয়া ইশতিয়াক খান ২০২০ সালে “আমরা নহে দেবী, নহে সামান্য নারী আমরা নারী, আমরাই পারি, আমরাই বিজয়ী” স্লোগানে চাঁদপুরের নারীদেরকে নিয়ে একটি নারী উদ্যোক্তা সংগঠন বিজয়ী প্রতিষ্ঠা করেন।

বিজয়ী এর ফাউন্ডার তানিয়া খান বলেন- বিজয়ীর লক্ষ্য ও উদ্দেশ্য হলো, নারীদের তৈরি পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ করে দেয়ার মাধ্যমে আত্মনির্ভরশীল ও আর্থিক স্বাবলম্বী করা। নারীদের স্কিল ডেভলপমেন্ট এর জন্য বিভিন্ন ধরনের ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করে নারীদেরকে আত্মকর্মজীবী ও স্বয়ং সম্পূর্ণ করে আর্থিকভাবে স্বাবলম্বী করা। সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় মানুষের পাশে দাড়িয়ে সার্বিক সহযোগিতা করা।

অর্থনৈতিক স্বাবলম্বীর মাধ্যমে নারীর সামগ্রীক ক্ষমতায়ন প্রক্রিয়া ত্বরাম্বিত করে লিঙ্গ সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য বাংলাদেশের সমাজ বাতাবরণের উপযোগী একটি অনন্য উদ্যোগ “বিজয়ী” এর।”বিজয়ী” প্রথমে চাঁদপুর জেলা পর্যায়ক্রমে বিভিন্ন জেলা ও উপজেলায় সম্প্রসারিত করে সমগ্র দেশব্যাপী একটি নারীবান্ধব আলাদা বিপণন নেটওয়ার্ক গড়ে তুলবে।
উন্নত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু গৃহিণী নয়, বরং নিজের সাহসী চেষ্টায় একজন সফল উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন নারী উদ্যোক্তা- আসফিয়া জাহান, মারিয়া ইসলাম, রোকসানা আক্তার, কাসফি আয়রা, তাহমিনা মিম, তানজিলা রহমান ইলা ,পুস্পিতা পুস্প,সামিয়া খান, নেহা, আফসানা, আফরোজ, শাহনাজ বেগম ,তাসলিমা মুক্তার, নাহিদা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০