বিশেষ প্রতিনিধি:
সোনাগাজী মডেল থানা সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে
এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে এক যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী মডেল থানা সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বখাটে আবুল হোসেন কোয়াইসকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিক চৌধুরী।
আবুল হোসেন কোয়াইস সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের মোবারক আলী মুন্সি বাড়ির আবুল কাশেম মিয়ার পুত্র।