আবদুল কাদের
কক্সবাজার শহরের পুলিশ ফাঁড়িতে প্রথম দায়িত্ব প্রাপ্ত পুলিশ (ইনচার্জ) অফিসার মোহাম্মদ আনোয়ার হেসেনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।২২ জুলাই শুক্রবার বাদ জুমা বৃহত্তর দঃরুমালিয়াছড়ার সাধারন মানুষের উদ্যোগে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার স্বতঃস্ফূর্ত মানুষের অশ্রুসিক্ত উপস্থিতি একটি বেদনাদায়ক পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য,কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরা এলাকাটি একটি অপরাধ প্রবণ এলাকা বলে বদনাম ছিল বহুদিন।বিগত দুই বছর আগে এখানে শহর পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ার পর থেকে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।দুই বছর পর তিনি আজ বদলি জনিত কারণে বিদায় নিচ্ছেন।
তিনি মেধা ও কর্মতৎপরতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করে এলাকার জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছেন।
স্থানীয়রা জানান,এই পুলিশ ফাঁড়ির বিষয়ে সদরের এমপি সাইমুম সরওয়ার কমল সহ আরো যারা এলাকার উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞ।
পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন এর তৎপরতায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।দুই বছরের মাথায় তিনি স্বাভাবিক বদলি হয়েছেন।