1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

Translate in

চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬৫ বার দেখা হয়েছে

মনোয়ার হোসেন,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।

রোববার (২৪ জুলাই) দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় শতাধিক মৎস্যচাষী ও মৎসজীবি উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হোসেন এর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো: শেফাউল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: জোবায়ের হোসেন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু,কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসি আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রাণী চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আবু তাহের।
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমা আক্তার, মুন্সীরহাট ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, উপজেলা যুবলীগ নেতা আফতাবুল ইসলাম মোল্লা, মো: শামীম,আব্দুল করিম প্রমুখ।

পরে উপজেলা পর্যায়ে তেলাপিয়া ও পাঙ্গাস মাছ চাষে শ্রেষ্ঠ তিন মৎস চাষীকে ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০