কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ।
সোমবার দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর চান্দিনা বাসস্ট্যান্ড এলাকায় ওই আনন্দ মিছিল করেছে উওর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিলে ছাত্রলীগের মূলনীতি “শিক্ষা শান্তি প্রগতি” স্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।
নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রাকিব’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু, কামাল হোসাইন, আল-আমিন অভি সহ উঃ জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগের শতাধিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, রবিবার রাত ৮ঘটিকার সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সভাপতি পদে মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম রুবেল’র নাম উল্লেখ পূর্বক ২৫ সদস্যর কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।