মোঃ ইয়াছিন রেজা(হরিণটানা) খুলনা
খুলনার হরিণটানা থানার কৈয়া বাজার এলাকার বিধান সড়কের পার্শ্ববর্তী বিলে এলাকার যুব সমাজ গত ইং ২৫/০৭/২২ তারিখ বিকাল ৫:০০ঘটিকার সময় এক ব্যতিক্রমী খেলা ট্রোলি গাড়ি রেস প্রতিযোগিতার আয়োজন করে। এই ব্যাতিক্রমী খেলা দেখার জন্য আশপাশের এলাকা থেকে দলে দলে দর্শক এসে হাজির হয়। অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শত শত দর্শক খেলা উপভোগ করে। উক্ত খেলায় ৭টি ট্রোলি গাড়ি এবং ৭ জন চালক অংশগ্রহন করে। ট্রোলি গাড়ি চালিয়ে ১ম হন চালক কার্তিক গাইন ২য় হন চালক অরবিন্দ ৩য় হন চালক উৎপল মন্ডল। বিজয়ীদের কে পুরস্কার তুলে দেন ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ তরিকুল ইসলাম। তিনি বলেন খেলাধূলার মধ্যে দিয়ে মানসিক বিকাশ ঘটে এবং এই ব্যাতিক্রমী খেলার আয়োজকদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। উক্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি নিত্যানন্দ বৈরাগী,২নং ওয়ার্ড আ’লীগের সাঃ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আনোয়ার হোসেন,২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ আজহারুল ইসলাম।মোঃ শাহজাহান হাওলাদরের উদ্যোগে খেলাটির আয়োজন করা হয়। উক্ত খেলার অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমলেশ মল্লিক।