কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে ইন্টারচেঞ্জ স্থাপন প্রকল্পে ভূমি মালিকদের সঠিক মূল্যায়নের দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্তরা।সো
মবার দুপুরে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় শত শত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা এ মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,হাটিকুমরুল গোলচত্ত¡রের অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমি স্থাপনা মালিক স্বার্থ রক্ষা পরিচালনা কমিটির আহবায়ক আব্দুস সাত্তার সুলতান,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বিএসসি,এমএআল বাকী, সদস্য সচিব মেস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন,প্রকল্পে ভূমি অধিগ্রহণের জন্য ৭ ধারা নোটিশ জারি করা হয়। কিন্তু এতে ভূমি অধিগ্রহণ আইন ২০১৭ ধারা-৪ জারির পর ধারা ৪/৩ (খ) অনুসরণ না করে একটি সংস্থা কর্তৃক দেওয়া তালিকা মোতাবেক যৌথ তালিকা প্রণয়ন করে। যা সংযুক্ত আইনের ধারা পরিপন্থী।ভূমির সঠিক মূল্য নির্ধারণ করা না হলে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থের শিকার হতে হবে।তাই মানববন্ধনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করে ভূমি অধিগ্রহণ আইন মোতাবেক সঠিক মূল্যায়ন ও বাস্তবায়নের দাবি জানাচ্ছি।এছাড়া স্থাবর সম্পত্তির ওপর নির্মিত অবকাঠামোর নিরপেক্ষ যৌথ তদন্তের মাধ্যমে তালিকা প্রণয়ন এবং ২০০২ সালে গণপূর্ত বিভাগ থেকে প্রকাশিত রেট সিডিউলের মাধ্যমে অবকাঠামোর মূল্য নির্ধারণের দাবিও জানান তারা।