মোঃ আবু মুসা তুহিন
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১২ যাত্রী নিহত হয়েছেন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর ২টার দিকে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়,ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ট্রেন প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। মাইক্রোবাসের যাত্রীরা খৈয়াছড়া ঝরনা দেখতে আসছিলেন।