সোনাপুর সামছুল হক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানন্নোয়নে কমিটির সভা অনুষ্ঠিত
মোঃ আবু মুসা তুহিন
ফেনীর সোনাগাজীর সোনাপুর হাজী মোহাম্মদ সামছুল হক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানন্নোয়নে পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
৩০জুলাই শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান আজিজুল হক হিরণের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ইকরামুল হক, অভিভাবক সদস্য শেখ ইসমাইল হোসেন, আবদুল কাইয়ূম, হাজী সিরাজুল ইসলাম, জসিম উদ্দিন, সেলিম উর রেজা, বিদ্যোৎসাহী সদস্য নূরুল আনোয়ার শেখ, শিক্ষক প্রতিনিধি ফিরোজ কবির ও হানিফ মাহমুদ উপস্থিত ছিলেন।
সভায় আগামী এসএসসি পরীক্ষা সহ সকল শ্রেনিতে শিক্ষার মনন্নোয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, ঝরে পড়া শিক্ষার্থীর স্কুলগামী করে তুলতে অভিভাবকদের সচেতন করা, অভিভাবক সমাবেশ, বাল্য বিয়ে ও ইভটিজিং রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এছাড়াও একজন নারী শিক্ষিকা প্রধান করে নারী ও যৌন নির্যাতন বিরোধী একটি কমিটি গঠন করা হয়।