পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে নছিমন উল্টে সুলতান আলী দেওয়ান (৬২) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫ জন কয়েকজন আহত হয়েছেন। শনিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের লালন শাহ সেতুর টোল প্লাজা এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজশাহীর বাগমারা থানার নরদাশ এলাকার মকসেদ আলী দেওয়ানের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পাকশী হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, রাজশাহীর বাগমারা থেকে নছিমন গাড়ীতে কুষ্টিয়ার একটি গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। অতিরিক্ত গতি থাকায় গাড়িটি লালন শাহ সেতু টোল প্লাজা এলাকায় গোলচত্বর অতিক্রম করার সময় উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯ টার দিকে ওই গরু ব্যবসায়ীর মৃত্যু হয়।
দুর্ঘটনা কবলিত নছিমন গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। গাড়িটির চালক পলাতক রয়েছে। সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান হাইওয়ে থানার এই পুলিশ কর্মকর্তা।