ফেনী প্রতিনিধি
অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ এবং প্রশংসনীয় কর্মকান্ডের স্বীকৃতি স্বরূপ ফেনী জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) ২০২০-এ ভূষিত হয়েছেন।
চলতি বছরের ২৩ জানুয়ারি ২০২২খ্রি: রাজারবাগ, ঢাকায় অনুষ্ঠিতব্য পুলিশ সপ্তাহে-২০২২ এ ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমানের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ১ আগস্ট সোমবার ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোঃ মাশকুর রহমান-কে পিপিএম পদক পরিয়ে দেয়।
এ সময় উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) নাদিয়া ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা সহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।