মোঃ আবু মুসা তুহিন
ফেনীর সোনাগাজী সদর ইউপির নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান তাজুল ইসলাম ফরিদ ইউপি চেয়ারম্যান উম্মে রুমার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন । ২ আগস্ট মঙ্গলবার সকালে ইউপি কার্যালয়ে এ ফুল শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ইউপি সচিব আবদুল হালিম, সদস্য ও ( নারী প্যানেল চেয়ারম্যান -৩) জোসনারা বেগম, নাজমা আক্তার ও মোহছেনা আক্তার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ; গত ৩১জুলাই ইউপি সদস্য তাজুল ইমলাম ফরিদকে অগ্রাধিকারক্রমে প্যানেল চেয়ারম্যান -১, ইউপি সদস্য জিয়া উদ্দিনকে প্যানেল চেয়ারম্যান- এবং জোসনারা বেগমকে প্যানেল চেয়ারম্যান-৩ নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফরিদ ২নং ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং ওই ওয়ার্ডে তিনবারের নির্বাচিত ইউপি সদস্য।