পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে একটি মসলার মিলে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জহিরুল ইসলামের নেতৃত্বে ঈশ্বরদী পৌরসভার বাবুপাড়া খলিলের মোড় এলাকায় আব্দুল আজিজ মোল্লা নামে এক ব্যক্তির মসলার মিলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পঁচা শুকনা মরিচের সাথে রঙ মিশিয়ে মরিচের গুড়া প্রক্রিয়াজাতকরণ করতে দেখা যায়। খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ অভিযান পরিচালনা করতে সহায়তা করেন ঈশ্বরদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সানোয়ার রহমান। নিরাপত্তা বিধানে সহযোগিতা করেন ঈশ্বরদী থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।