মোঃহাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি
মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ হলরুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, প্রধান আলোচক ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কালিয়া সহকারি কমিশনার ( ভূমি) মোঃ জহরুল ইসলাম,এএসপি(কালিয়া সার্কেল)প্রণব কুমার সরকার,কালিয়া পৌরসভার মেয়র অহিদুজ্জামান ( হীরা),কালিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কাজল মল্লিক, উপজেলা শিক্ষা অফিসার, স্বপন কুমার দাস,উপজেলা মৎস্য অফিসার মোঃ আবু রায়হান, নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা,উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, কালিয়া থানার ওসি (তদন্ত) রতনুজ্জামান,কালিয়া প্রেসক্লাবের সভাপতি মশিউল হক মিঠু,সাধারন সম্পাদক শাহীদুল ইসলাম শাহী,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মাদকদ্রব্যর অপব্যবহার ও নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতার পাশাপাশি পারিবারিক ভাবে,সামাজিক ভাবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করার আহ্বান করেন। মাদকের ডিলার থেকে খুচরা বিক্রেতাদের নজরদারিতে আনার আহ্বান জানান।