খুলনা ব্যুরো
গত সোমবার খুলনা জেলার রূপসায় একটি লীজঘেরে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে দুই লক্ষ্যাধিক টাকার মাছ ক্ষতি করেছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ওই ঘের মালিক বলেন,কে বা কারা রাতের আঁধারে আমার লীজ ঘেরে কিটনাশক প্রয়োগ করে। এতে আমার ঘেরের ছোট বড় সব মাছ মরে যায়। উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা টোল প্লাজারের সামনে মৎস্য ঘেরটি অবস্থিত। চার বিঘা জমি নিয়ে লীজঘেরটির আয়তন।
ঘের মালিক নাসির শেখ আরো বলেন,আমি সর্বশান্ত হয়ে গেছি। লোননিয়ে মাছ কিনে ঘেরে ছেড়েছিলাম। এ ঘটনায় রূপসা থানায় লিখিত অভিযোগ করেছি।