মোঃ আবু মুসা তুহিন
সোনাগাজীর ওলামা বাজার বহুতল মার্কেট ভবন পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী এলজিইডি ফেনী মোঃ হাসান আলী, এডিসি রেভিনিউ গোলাম জাকারিয়া, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এস এম মনজুরুল হক, সহকারী কমিশনার ভূমি এস এম অনিক চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, ঠিকাদার ফজলুল হক বাবলু, বগাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল প্রমুখ।
উল্লেখ্য, সোনাগাজীর জনবহুল বিশাল ইউনিয়ন চরচান্দিয়া ইউনিয়ন। জনসাধারণের সুবিধার্থে সুন্দর বাজার ব্যবস্থাপনার পরিকল্পনার অংশ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে ওলামা বাজার বহুতল মার্কেট তৈরী করা হয়েছে। জেলা প্রশাসক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ নবনির্মিত পরিচ্ছন্ন মার্কেট পরিদর্শন করেন সন্তোষ প্রকাশ করেন।