1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পরিবার এবং বিদ্যালয়ের উপযুক্ত শিক্ষাই শিশুদের আগামী ভবিষ্যৎ- এসিল্যান্ড মো. রায়হানুল ইসলাম মৃত্যুর ১১ বছর পর শিবিরের তিন কর্মির লাশ উত্তোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি রয়েছে- কুমিল্লা হাসনাত আব্দুল্লাহ সুনামগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক ২ নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু কুমিল্লায় দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চারজন আটক বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাসেলের পরিবারকে আর্থীক অনুদান প্রদান

গাইবান্ধায় পালিত হলো বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২১৭ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ ৫ আগস্ট শুক্রবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসক (ডিসি) অলিউর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেখ কামালের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নেতৃত্বে জেলা পুলিশ,জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরওয়ার কবিরের নেতৃত্বে উপজেলা পরিষদ, গাইবান্ধা পৌরসভার মেয়র মাতলুবুর রহমানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারিগণ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সাদেকুর রহমানের সভাপতিত্বে শেখ কামালের জীবন ও কর্মের ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু খায়ের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরওয়ার কবির, গাইবান্ধা পৌরসভার মেয়র মাতলুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদাসহ অন্যান্যরা। এছাড়া তার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার মসজিদ গুলোতে দোয়া ও মিলাদ মাহফিলসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য,সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল গত ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন, তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (বিসিএল) কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন। ছোটবেলা থেকেই শেখ কামাল ফুটবল, ক্রিকেট, হকি,বাস্কেট বলসহ বিভিন্ন খেলার প্রতি খুবই উৎসাহী ছিলেন। বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল স্বাধীন বাংলাদেশের প্রথম ওয়ার কোর্স থেকে প্রশিক্ষণ গ্রহণের পর মুক্তিবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল সেনাবাহিনী থেকে অবসর নিয়ে পড়াশোনায় মনোযোগ দেন। বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল একজন স্নাতকোত্তর (শেষ বর্ষ) পরীক্ষার্থী এবং বাংলাদেশ কৃষক, শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) শাখা জাতীয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন,যখন তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণ করেন। এসময় তার বয়স হয়েছিল ২৬ বছর বয়স।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০