পাবনা প্রতিনিধি
মহাসড়কে চুরি-ডাকাতি,ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে পাবনার ঈশ্বরদীতে পরিবহন শ্রমিকদের সাথে হাইওয়ে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগষ্ট) রাত ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় অবস্থিত পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার সান্যালের সভাপতিত্বে উপ- পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন, উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জাহাঙ্গীর, সহকারি উপ- পরিদর্শক (এএসআই) বেলাল হোসেন, সহকারি উপ- পরিদর্শক (এএসআই) কমলা কান্ত রায়সহ বিভিন্ন পরিবহনের দাশুড়িয়াসহ আশপাশের বাস কাউন্টারগুলোর ব্যবস্থাপক, পরিবহনের চালক ও সহকারিরা উপস্থিত ছিলেন।
টিকেট ক্রয়ের সময় সঠিক নাম, ঠিকানা, মোবাইল নম্বর সংগ্রহ, যাত্রার সময় যাত্রীদের ছবি ও ভিডিও ধারন এবং কাউন্টার ব্যতীত যাত্রী না নেওয়াসহ বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন ওসি আশীষ কুমার সান্যাল।