শফিউল আলম রাজীব দেবীদ্বার:কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবীদ্বারে মাদক বিরোধী অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি সিএনজি ও ডাকাতির সরঞ্জামাদিসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
সোমবার দুপুরে দেবীদ্বার থানায় ডাকাত সদস্যদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের সৃত্রে জানা যায় – দেবীদ্বার থানা এলাকায় চুরি-ডাকাতি-দস্যুতা রোধকল্পে এসআই মোঃ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দেবীদ্বার থানাধীন ছোটনা হাজী মার্কেট সংলগ্ন বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১টি সিএনজি, ১টি ছুরি, ১টি তালা ভাঙ্গার লোহার রড, ১টি প্লাস, ১টি লোহার হাতুড়ি, ১টি লোহার রেঞ্চ, ১টি কালো কাপড়ের মুখোশসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার বেতুয়া গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ মামুন(২৫) এবং মুরাদনগর থানার রামচন্দ্রপুর বর্তমান গজারিয়া গ্রামের মোঃ জাহের মিয়ার ছেলে মোঃ জুয়েল (২২)কে গ্রেফতার করা হয়েছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ ওসি কমল কৃষ্ণ ধর জানান, চুরি-ডাকাতি-দস্যুতা রোধকল্পে আমাদের কঠোর অভিযান চলছে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।