সিরাজগঞ্জ প্রতিনিধি:
ঐতিহ্যগত জ্ঞান সংরক্ষণ ও বিস্তারে আদিবাসী নারীদের ভূমিকা’ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে। কেন্দ্রীয় তৃনমুল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন্স মুক্তির সোপানে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে আদিবাসীদের ঐতিহ্য ও কৃষ্টি-কালচার নিয়ে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের ২৭টি জেলার কয়েক সহ্রসাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। অনুষ্ঠানে বক্তারা আদিবাসীদের জন্য সংসদে ১০টি সংরক্ষিত আসন, জেলা-উপজেলা ও ইউনিয়ন পরিষদে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন, ভুমি নিরসনসহ আশ্রয়ন প্রকল্প, শিক্ষার মান উন্নয়ন, চাকুরীতে আদিবাসী কোঠা এবং প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দের সুষম বন্টনের দাবী জানানো হয়। বাংলাদেশ তৃণমূল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ শাখার সভাপতি শ্রী সিপন চন্দ্র শিংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কে এম হোসেন আলী হাসান, মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড.আবুল আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক পলাশ সরকার, বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্তা, বাংলাদেশ সুপ্রিম কোর্টেও সাবেক সদস্য অ্যাডভোকেট আকছির এম. চৌধুরী ও কবি-অনুবাদক আনিস মুহম্মদ ও সংগঠনের সাধারন সম্পাদক পলাশ সরকার প্রমুখ।