তুষার কবিরাজ ডুমুরিয়া: খুলনা
ডুমুরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও আন্তঃজেলা মোটরসাইকেল চোর সেন্ডিকেটের দুই জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান (বিপিএম)’র দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল বি) মোস্তাফিজুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম)’র নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে খুলনা, যশোর,সাতক্ষীরা ও কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৫টি বিভিন্ন মডেলের মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় মোটরসাইকেলের লক তালা ভাঙ্গার ২টি মাস্টার কিং চাবি,৩ টি টুপি উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী গ্রামের মোঃ আহছান আলির ছেলে সালাউদ্দিন(৩১)ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালি গ্রামের মোঃ বাহাদুর শেখের ছেলে-মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯)। বর্তমান খুলনা মহানগরীর জিরোপয়েন্ট। উদ্ধার কৃত মোটরসাইকেলের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি সদস্য সাংবাদিক মোক্তার হোসেনের ব্লু রঙ্গের এ্যাপাসি আরটি,অজ্ঞাত মালিকের কালো রঙ্গের পালসার,কালো লাল রঙ্গের ডিসকভার,এফ জেড এস ও হিরোহোন্ডা সহ মোট ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার (১১ জুলাই)বিকেল ৫ টায় ডুমুরিয়া থানা চত্বরে প্রেস প্রেসব্রিফিং এর মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন,ওসি সেখ কনি মিয়া।