1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

Translate in

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার লিটার চোরাই ডিজেলসহ আটক-১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

মোঃ মুছা তপদার:চাঁদপুর

চাঁদপুর জেলা কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ ১ জনকে আটক করা হয়েছে।
রবিবার ১৪ আগষ্ট সকাল ১১ টায় ৩ নং কল্যাণপুর ইউনিয়নের চর সফরমালি থেকে অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে ১৪০০ লিটার চোরাই ডিজেলসহ মোঃসিদ্দিকুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেন কোষ্টগার্ড সদস্যরা।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম তানজিমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর সদর থানাধীন চর সফরমালী এলকায় মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে মোঃসিদ্দিকুর রহমানকে আটক করে প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় তিনি চোরাই ডিজেল বিক্রির জন্য মতলব উত্তর থেকে চাঁদপুর মোহনার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো। বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডে অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা রেশমা খাতুন।
আটককৃত ব্যক্তিকে চাঁদপুর সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।ছবির ক্যাপশন: চাঁদপুর জেলা কোস্টগার্ডের অভিযানে কল্যাণপুর ইউনিয়নের চর সফরমালি থেকে ১ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ ১ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০