খুলনা ব্যুরো
মধ্য রাত থেকে উপকূলের আকাশে জমে আছে ঘন কালো মেঘ। প্রকৃতিতে গুমোট ভাব। থেমে থেমে হচ্ছে বৃষ্টি, তবে বেড়েছে বাতাসের গতিবেগ। একই সঙ্গে নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় বেড়িবাঁধগুলো রয়েছে চরম ঝুঁকির মধ্যে। আতংকে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলার মানুষ।
কপোতাক্ষ,শাকবাড়িয়া ও কয়রা নদী ঘিরে আছে উপকূলীয় উপজেলাটি। গতে কয়েক দিন ধরে শুরু হয়েছে থেকে থেমে থেমে বৃষ্টি । জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে ২-৩ ফুট বৃদ্ধি পাচ্ছে। শনিবার দুপুরের জোয়ারে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কপোতাক্ষ নদীর জোয়ারের চাপে চরামুখা গ্রামের রিংবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে। তাৎক্ষণিক স্থানীয় জনগণ ভেঙে যাওয়া বাঁধ নির্মাণ করলেও রবিবার দুপুরের জোয়ারে আবারও ভেঙে প্লাবিত হয়। এর আগে ১৭ জুলাই পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে গেলে এলাকা বাসি সেচ্ছাশ্রমের মাধ্যমে রিংবাঁধ নির্মাণ করেন। রিংবাঁধের অধিকাংশ জায়গায় মাটি বসে যাওয়ায় যেকোন মুহূর্তে আবারও ভেঙে যাওয়ার সম্ভবনা রয়েছে। কয়রা সদর ইউনিয়নের ২ নং কয়রা গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের স্লুইসগেটর পাশ দিয়ে চুইয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে। উত্তর বেদকাশি ইউনিয়নের কাটকাটা হরিহরপুর সড়কের দুই জায়গায় বেড়িবাঁধের লাজুক অবস্থা জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি লঞ্চ ঘাট ও সুতির অপিস স্লুইসগেট শাকবেড়িয়া নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে যাওয়ার আশংঙ্কা রয়েছে। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের বাসিন্দা সজিব হোসেন খুলনা গেজেটকে বলেন, নদীতে জোয়ারের পাননি বৃদ্ধিঅশক্ত পেয়ে রিংবাঁধের দুই জায়গায় ভেঙে লোকাল পানি প্রবেশ করছে। গতো দিন জোয়ারে ভেঙে গেলে এলাকার জনগন মিলে মেরামত করা হয়। দক্ষিণ বেদকাশি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আছের আলী খুলনা গেজেটকে বলেন,নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে। ২ থেকে ৩ টা গ্রাম প্লাবিত হয়েছে। ইউপি সদস্য আবু সাইদ জানান, মহারাজপুর ইউনিয়নের পূর্ব মঠবাড়ি পোবনার ক্লোজার এলাকায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে।