আমান উল্যা আমান
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় সোমবার ১৫ আগস্ট দুপুরে ফরিদগঞ্জের কালিরবাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা, মিলাদ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপাপ্ত সভাপতি প্রভাষক হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম খাঁন সোহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, আলহাজ্ব আবুল হোসেন বাবুল পাটওয়ারী, মো. সিদ্দিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা আ’লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা আরিফুর রহমান আজাদ,উপজেলা আ’লীগের সদস্য ইকবাল হোসেন মিয়াজি, সাবেক চেয়ারম্যান হাসান আবদুল হাই, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।