বিকাশ রায় বাবুল,নীলফামারী
নীলফামারীর ডোমার উপজেলার সোনারায়ে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পমাল্য অর্পণ,আলোচনা সভা,বৃক্ষ বিতরন ও রোপন করা হয়েছে।
সোমবার বিকাল ৩ ঘটিকার সময় সোনারায় ইউনিয়নের বড়গাছা গ্রামে আলোকবর্তিকা বিদ্যাপীঠেভিলেজ কেয়ার গ্রুপের আয়োজনে গ্রুপের সভাপতি বাবু অধির চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন ভিলেজ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য ও ভিলেজ কেয়ার গ্রন্থাগারের সভাপতি মো: আমজাদ হোসেন প্রতিষ্ঠাতা সদস্য চিন্ময় রায়,আলোকবর্তিকা বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় মেহগনি,পেয়ারা সহ বিভিন্ন বনজ ও ফলজ গাছ রোপন করা হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয়।