খুলনা ব্যুরো
খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন ১৯৯০ এর ১৪ (১) ধারা অনুযায়ী গভর্মেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।