দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি:
২০০৫ সালের ১৭ আগষ্ট একযোগে সারাদেশে সিরিজ বোমা হামলা ও বর্তমান সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে দেবীদ্বারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে দেবীদ্বার উপজেলা আ’লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় কুমিল্লা(উঃ) জেলা যুবলী নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালাম’র নেতৃত্বে একটি বিশাল র্যালী আওয়ামীলীগের র্যালীর সাতে যুক্ত হয়।
দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে এবং গুনাইঘর উত্তর ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান রাসেল এর সঞ্চালনায় ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব
রোশন আলী মাস্টার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহসভাপতি আলহাজ্ব আবদুল মতিন মুন্সী,উপদেষ্টা এটিএম মেহেদী হাসান,আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান,সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হুমায়ুন কবির, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার,সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম কামাল।
আরো বক্তব্য রাখেন, জেলা যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার গাজী রাসেল বিন সালাম,কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য সচিব সেলিম ভ‚ইয়া,পৌর আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল ইসলাম,পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সুমন,হাজী মোসলেহ উদ্দিন মানিক, উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাউছার হায়দার, ছাত্রলীগ নেতা আসিফ বিন লতিফ প্রমুখ।