উজিরপুর প্রতিনিধি
জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি হিসাবে বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাস ষ্ট্যান্ড থেকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সকল ইউপি চেয়ারম্যানসহ হাজার হাজার নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের
সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, শ্রমিকলীগের যুগ্ম আহব্বায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহব্বায়ক শিপন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক আনিসুর রহমান নয়ন, মহিলা আওয়ামীলীগের নেত্রী বিউটি
বেগম, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি প্রমুখ।
সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগের সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ২০০৫ সালে ১৭ আগষ্ট সারাদেশে বিএনপি- জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্যের একযোগে সিরিজ বোমা হামলায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহব্বান দেয়া হয়।