মল্লিক মোঃ জামাল: বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলীতে বজ্রপাতে আব্দুললতিফ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ই আগষ্ট) বেলা ৩ টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের উওর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,বৃষ্টির সময় মাঠে গরু আনতে গিয়েছিলেন আব্দুললতিফ। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু মৃত্যু হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তপু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে বৃষ্টির সময় মাঠে কাজ শেষে গরু নিয়ে ফিরছিলেন আব্দুল লতিফ। এমন সময় সেখানে বজ্রপাতের ঘটনা হলে ঘটনাস্থলেই মারা যান তিনি।