1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫ অপরাহ্ন

Translate in

নিম্নচাপে পড়ছে বাংলাদেশ-ভারতের উপকূল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বিশেষ প্রতিনিধি

জ্বলছে দেশের চার বিভাগ ও দুটি জেলা। এসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের আবহাওয়ায় জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় দেশব্যাপী এমন তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে সাগরে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এ কারণে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ তৈরি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হতে পারে। ফলে সমুদ্রবন্দর উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পাবে। এ ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার। আবুল কালাম মল্লিক বলেন, ঝোড়ো হাওয়ার ফলে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এজন্য উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর থেকে ছেড়ে যাওয়া সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০