1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪২ অপরাহ্ন

Translate in

সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগের দাবীতে গোবিন্দগঞ্জে সাঁওতাল-বাঙালি কৃষক বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১১৭ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতাল-বাঙালি কৃষক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে উপজেলার সাহেবগঞ্জ -বাগদাফার্ম সাঁওতাল পল্লীর ১ হাজার ৮৪২.৩০ একর জমিতে সেচ পাম্পে সহজ শর্তে পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবিতে আজ বৃহস্পতিবার দুপুরে কাটামোড় এলাকায় কৃষক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী-বাঙালি ভূমি রক্ষা সংগ্রাম কমিটি,আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ ও সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাটামোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু,গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদ আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, মানবাধিকারকর্মী অঞ্জলী রাণী দেবী, সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার,ওয়ার্কাস পার্টি মার্কসবাদি নেতা মৃনাল কান্তি বর্মন,আদিবাসী নেতা সুবল হেমব্রম, প্রিসিলা মুরমু, তৃষ্ণা মুরমু,সমাস হেমব্রম, শরিফুল ইসলাম,হাজী নুরুল ইসলামসহ অন্যান্যরা। সমাবেশে সঞ্চালনা করেন আনিছুর রহমান ময়নুল।

সমাবেশে বক্তারা, সাহেবগঞ্জ-বাগদাফার্ম সাঁওতাল পল্লীর ১ হাজার ৮ শত ৪২.৩০ একর জমিতে কৃষি উৎপাদন বৃদ্ধির স্বার্থে পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক সেচ পাম্পে সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের দাবি জানান। পল্লীবিদ্যুৎ সমিতি কর্তৃক সেচ পাম্পে সহজ শর্তে বিদ্যুৎ সরবরাহ না পেলে এদাবী আদায়ে আগামীতে আরো কঠোর আন্দোলন পালন করা হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০