1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুর ১১ বছর পর শিবিরের তিন কর্মির লাশ উত্তোলন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে পদ পেলেন যারা কুমিল্লা নগরীতে দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি রয়েছে- কুমিল্লা হাসনাত আব্দুল্লাহ সুনামগঞ্জে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু কুমিল্লায় আদালত প্রাঙ্গণে বাদীর ওপর হামলা, আটক ২ নোয়াখালীতে পুকুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা ছাত্রের মৃত্যু কুমিল্লায় দুই প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাজাসহ চারজন আটক বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রাসেলের পরিবারকে আর্থীক অনুদান প্রদান নাঙ্গলকোটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

খুবিতে দর্শক মাতালেন টিম‘হাওয়া’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩০৯ বার দেখা হয়েছে

এইচ এম সাগর (হিরামন) খুলনা ব‍্যুরো

সিনেমা প্রচারে হাওয়া টিম খুলনায়। আজ শুক্রবার দুপুর ১২টা ১৯ মিনিটের সময় একটি প্রাইভেট ও মাইক্রোযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এ টিম। খুলনার মানুষের ভালোবাসায় মুগ্ধ হাওয়া সিনেমার কলাকুশালীরা। তবে হাওয়া মুভির মুখ্য অভিনেতা চঞ্চল চৌধুরী ও নায়ক শরীফুল রাজ এ টিমের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে আসেনি। সিনেমা প্রমোশনাল পার্টনার খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৫ এমএম মুভি ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে সিনেমার কলাকুশালীদের খুলনা বিশ্ববিদ্যালয় আসার কথা। কিন্তু তাদের আসতে দেরী হয়। এর আগে থেকে খুলনা ক্যাম্পাসে খুবির ছাত্র-ছাত্রী ও বিভিন্ন স্থান থেকে আসা দর্শকদের পদচারনায় মুখরিত হয় ক্যাম্পাস। বেলা গড়ানোর সাথে-সাথে দর্শকদের উপস্থিতির সংখ্যার আরও বাড়তে থাকে। অধীর অপেক্ষায় থাকে খুলনাবাসী। অবশেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে দু’টি গাড়ি নিয়ে হাওয়া সিনেমার কলা-কুশালীরা খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন। তাদের দেখে উপস্থিত দর্শকরা গান গাইতে শুরু করে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। গান শুনে গাড়ির মধ্যে থাকা চিত্রশিল্পীরা হাত নেড়ে তাদের অভিবাদন জানাতে থাকে।
১২টা ২৫ মিনিটের দিকে চিত্র শিল্পীরা স্টেজে উঠতে শুরু করেন। রাষ্ট্রীয় শোকের মাস আগস্ট হওয়ায় শিল্পীরা ১ মিনিট নিরবতা পালন করেন। এরপর পরিচয় পর্ব শুরু হয়। প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরফান মৃধা শিপলু, বাবলু ঘোষ, সুমনা নয়ন, পরিচালক মেজবাউল সুমন, নায়িক নাজিফা তুষি, মাহমুদ আলম, রিজভী। সিনেমার পরিচালক মেজবাউল সুমন বলেন, সিনেমা যেখানে শেষ হয়, সেখানে আপনার চিন্তায়, মনোজগতে কোন প্রশ্ন তৈরি হয়ে থাকলে সেটাই আমাদের সার্থকতা। যদি কোন প্রশ্ন তৈরি না হয়, যদি মনে করেন এইখানে শেষ হয়ে গেলো তাহলে ছবিটা এখানেই শেষ। কিন্তু আমরা যখন স্ক্রিপ্ট ডেভলপ করছিলাম তখন আমাদের ইচ্ছা ছিল সিনেমা দেখানো বা গল্প বলার প্রক্রিয়া সেটা একটা শুধু গল্প যেন না হয়ে ওঠে। আমরা আপনাদের মনোজগতের মধ্যে ঢুকতে চাই। চিন্তার মধ্যে ঢুকতে চাই। আমার চিন্তা দিয়ে যেন ছবিটা শেষ না হয়। আমার চিন্তা শেষ হওয়ার পর যেন আপনাদের কিছু চিন্তা-ভাবনা থাকে। ছবিটাকে নিজের মতো করে ভেবে নেওয়া। এটা হাওয়া গল্পের ফিলোসফি। হাওয়া নিদির্ষ্ট একটা গল্পের ওপর ভিত্তি করে নির্মিত। সেখানে সম্পর্কের গল্প ও বিভেদের গল্প আছে। এখানে লোক গল্পের গান সংযুক্ত করতে চেয়েছি। সে কারণে আপনাদের ভাল লাগা। এখানে নাচানাচি কিংবা গান এরকম কোন উপাদানগুলো এ সিনেমায় নেই। হাওয়া মুভি গণমানুষের কাছে পৌঁছে যাওয়াটা আমাকে অবাক করেছে। মানুষের সাড়া আমাদেরকে উৎসাহ যুগিয়েছে। খুলনায় আসার কারণ জানতে চাইলে তিনি বলেন, হাওয়া গভীর সমুদ্রের গল্প। সেন্টমার্টিনে ছবির শুটিং হয়েছে। আমরা সেটিকে দুবলার চর মনে করে নিয়েছি। তাছাড়া চিটাগাংয়ের ভাষা ব্যাবহার করলে সাবটাইটেল ব্যবহার করতে হতো। খুলনার মানুষের আঞ্চলিক ভাষা সুন্দর। ভাষার মাধুর্য্য আছে। সিনেমায় খুলনার ভাষা ব্যবহার করা হয়েছে। এ ভাষা গণমানুষের কাছে পৌঁছাতে পারে। এটাই মূলত খুলনায় আসার উদ্দেশ্যে। খুলনা গভ: গালর্স কলেজের ছাত্রী তুষি বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে খুবিতে অপেক্ষারত ছিলেন। নায়িকা নাজিফাকে দেখে তিনি বেশ খুশি। তার সাথে সেলফি তুলে খোস মেজাজে আছেন তিনি। আজকের অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, এক সময়ে মানুষ বাংলা সিনেমা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু হাওয়া সিনেমার মাধ্যমে মানুষ আবার সিনেমা হলে যাচ্ছে। অনেক কষ্ট করে টিকিট ম্যানেজ করে মুভিটি দেখেছি। এটি অসাধারণ একটি মুভি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০