আশরাফুল ইসলাম গাইবান্ধা
সারাদেশের ন্যায় হিন্দুধর্মীয় রীতিনীতি অনুযায়ী বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে হিন্দু ধর্মালম্বীদের পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে বিশাল মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল মিত্র ও সাাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র সাহার নেতৃত্বে আজ শুক্রবার পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়কে মঙ্গল শোভাযাত্রাটি প্রদক্ষিণ করে । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর মেয়র জননেতা গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।
এসময় হিন্দু ধর্মালম্বী স্বেচ্ছাসেবক পৃথক সংগঠনের ও ধর্মীয় প্রতিষ্ঠানের পক্ষে থেকে নানা রংয়ের ব্যানার ফেস্টুন, দেবদেবীর মন রাঙ্গানো সাজে উৎসাহ উদ্দীপনা নিয়ে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় হিন্দুধর্মালম্বী নারী পূরুষ,শিশু বৃদ্ধ বৃদ্ধাসহ সকল বয়সের মানুষ ।