ডুমুরিয়া: খুলনা প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলার শোভনা এলাকার ভদ্রা-তেলিগাতী নদীতে হঠাৎ কুমির ভাসতে দেখে ভয়ে স্থানীয় মৎস্যজীবিরা নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছে। ক্ষুধার্ত কুমিরটি স্খানীয় এক যুবকের একটি ছাগল নদীর চর থেকে ধরে নিয়ে খেয়ে ফেলেছে ।
খবর পেয়ে গত শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র নদীর তীরে কুমির দেখেন এবং এলাকাবাসীকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন। এলাকাবাসীর জানান,ভদ্রা তেলীগাতি নদীটি শিবসা নদীর সাথে সংযুক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে । ফলে দলছুট হয়ে কুমিরটি ডুমুরিয়ার এ নদীতে এসে অবস্থান নেয় । কুমিরটি নদীতে আসার পর দুটি জেলে নৌকায় আক্রমণ করায় জেলেরা নদীতে মাছ ধরা বন্ধ করে দিয়েছে । এছাড়া নদীর তীরে বসবাস কারী সাধারণ মানুষ নদীতে নেমে গোসল করা,পানি নেয়াও বন্ধ করে দিয়েছে । জানা যায়, গত ৮ জুলাই সকালে উপজেলার ভদ্রা নদী-সংলগ্ন মঠবাড়িয়া গ্রামের জেলে মহিতোষ জাল নিয়ে নদীতে মাছ ধরতে যায়। এ সময় একটি কুমির তার নৌকায় হামলা করে। পরে মহিতোষ ও তার সহযোগী জেলেরা জাল ফেলে রেখে দ্রুত নৌকা নিয়ে কিনারে আসেন। ওই দিন দুপুরে নাসিমা বেগম নামে এক মহিলা তার বোনের ছেলে রাব্বিকে নিয়ে নদীতে পানি আনতে গেলে নদীর কিনারায় ১টি কুমির ভাসছে দেখে। এসংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা কুমিরটি দেখতে নদীর তীরে এসে ভীড় করেন । উপজেলার ভদ্রদিয়া গ্রামের মৎস্যজীবি হেলাল উদ্দীন বলেন, মাছ ধরার জন্য তিনি তীরমুনি এলাকায় নদীর কিনারায় গেলে,সেখানে ২টি কুমিরকে ভাসমান অবস্থায় দেখতে পান। আতঙ্কে তিনি জাল-নৌকা ফেলে রেখে স্থানীয় লোকজনকে খবর দেন। খবর পেয়ে লোকজন নদীর পাড়ে ছুটে এসে ভাসমান কুমির দেখতে পান ।স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যে জানান, বেশ কিছু দিন ধরে আমাদের এলাকার নদীতে বড় সাইজের অন্তত ৪টি কুমির দেখা যাচ্ছে। গতশুক্রবার জিয়ালতলা এলাকার ভদ্রা নদীর তীর থেকে ১টি ছাগলও নিয়ে গেছে কুমির। এলাকার সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। এ ব্যাপারে ডুমুরিয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক বলেন, নদীতে কুমির এসেছে এ কথা শুনে আমি নিজে নদীটি পরিদর্শন করি এবং ঘটনার সত্যতা পাই। অনেক জেলে ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমরা ধারণা করছি বঙ্গোপসাগর থেকে দলছুট হয়ে এ কুমির শাখা নদীতে প্রবেশ করেছে। সে জন্য জেলে ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনও করা হয়েছে।নদীতে মাছ শিকার কারী জেলেরা প্রতিনিয়ত নদীতে কুমির ভাসতে দেখছে, নৌকায় কুমির আক্রমণ করছে।এমন পরিস্থিতিতে জেলেরা নদীতে মাছ শিকার করা বন্ধ রেখেছে ।