কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইমতিয়াজ আহমেদ আবদুল্লাহ(৬) নামে এক শিশুর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শিশু আবদুল্লাহ মনোহরগঞ্জ উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামের মিয়াজি বাড়ির সোহাগ মিয়ার একমাত্র ছেলে৷ ২১আগস্ট রবিবার সকাল ৯টায় সময় এই দূর্ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার সকালে আবদুল্লাহ তাদের বাড়ির পাশে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যুবরণ করে। সকাল ৯টায় সময় পুকুরের পানিতে নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা দৌঁড়ে এসে তার মৃতদেহ উদ্ধার করে।একমাত্র সন্তানকে হারিয়ে পিতা- মাতার কান্না কিছুতেই থামছে না। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।