মিজানুর রহমান মিলন: বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরের আড়িয়া ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, বাল্যবিয়ে, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন এবং দূর্নীতি বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ আগষ্ট বুধবার বাদ মাগরিব ৪নং আড়িয়া ইউনিয়নের রাঙ্গামাটি বাজারে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার জনপ্রিয় অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। এতে আড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল বাছেদ রঞ্জুর সভাপতিত্বে ও অত্র ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং অফিসার এসআই আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্টু, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এসএম বাকি বিল্লাহ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মাদ আলী, সেক্রেটারি সাইফুল ইসলাম, আওয়ামী নেতা আনিছুর রহমান, আব্দুর রউফ, ২নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুর রহমান, আব্দুল মোত্তালিব ফেরদৌস, স্থানীয় ব্যক্তিবর্গের মধ্য হতে আকবর আলী, আব্দুল হালিম, আজফারুল হাবীব সুমন, বুলবুল আহমেদ সহ বিভিন্ন শ্রেনীপেশার সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।