1. [email protected] : admin :
  2. [email protected] : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

Translate in

জলমহল প্রকৃত জেলেদের দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

খুলনা জেলা প্রতিনিধি

উত্তরনের আমার প্রকল্পের সহযোগিতায় খুলনার বটিয়াঘাটা উপজেলার মৎস্যজীবীরা গতকাল বৃহস্পতিবার উত্তরণ বটিয়াঘাটা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে মৎস্যজীবীদের পক্ষ থেকে শাহজাহান শেখ এক লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, উপজেলার জলমহল গুলো পেশাজীবী মৎস্যজীবীদের দখলে নেই। অপেশাজীবী প্রভাবশালী ব্যক্তিরা জলমহল দখল করে নিজেরা ভোগ দখল করছে। ফলে প্রকৃত মৎস্যজীবীরা জলমহল বন্দোবস্ত না পেয়ে বর্তমানে তাদের পেশা ত্যাগ করে অন্য পেশায় যেতে বাধ্য হচ্ছে। অথচ সরকারের ঘোষণা রয়েছে, জাল যার জলা তার, কিন্তু সরকারি নীতিমালা উপেক্ষা করে, প্রভাবশালীরা জলমহাল ইজারা পাচ্ছে, এ কারণে প্রকৃত জেলেরা জলমহাল ইজারা না পেয়ে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। বটিয়াঘাটা উপজেলা ২০ একরের উর্দ্ধে জলমহল আছে ১২ টি। ২০ একর পর্যন্ত জল মহল রয়েছে ৭৯ টি। এসব জলমহলের মধ্যে প্রভাবশালীরা, জাল কাগজপত্র তৈরি করে মিথ্যা মামলার মাধ্যমে, নিজেদের দখলে রেখেছেন। ফলে একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে প্রকৃত মৎস্যজীবীরা বঞ্চিত হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রকৃত জেলেদের, জেলে কার্ড প্রদান করে জলমহল সমূহ তাদের কাছে বন্দোবস্ত, উন্মুক্ত জলাশয় জেলেদের মৎস্য আহরণে, অনুমতি প্রদান, মামলাভুক্ত জলমহল গুলি, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জলমহলের সীমানা চিহ্নিত, ভরাটি জলমহল খনন করে মৎস্য উপযোগী করে,জলাবদ্ধতা নিরসন করার মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০