আশরাফুল ইসলাম গাইবান্ধা
জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের
স্বরন উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট রবিবার বিকালে ৬নং বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গনি সরকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অথিতি হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল।
বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্মীয় উপ কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজল হক সরকার। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
আলোচনা ও দোয়া মাহফিলের সঞ্চালন করেন বেতকাপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.বি.এম ছামছুল আলম সরকার লিঠু। দোয়া মাহফিলে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া শেষে তবারক বিতরণ করা হয়৷ এরআগে দুপুরে উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ময়নুল হক মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবলু মিয়ার পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। এতে বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।