মিজানুর রহমান মিলন, বগুড়া জেলা প্রতিনিধি
বদলি জনিত বিদায় নিলেন শাজাহানপুর থানার সবচেয়ে জনপ্রিয় এস আই মো.শামীম হাসান। তিনি প্রায় তিন বছর শাজাহানপুর থানায় কর্মরত ছিলেন। তার কর্মময় সময় শাজাহানপুর থানার ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থেকে যাবে। পুলিশও যে একজন জনপ্রিয় অফিসার হতে পারে তারই দৃষ্টান্ত স্থাপন করলেন এস আই শামীম হাসান। তিনি থানা এলাকার সবচেয়ে পরিচিত মুখ ছিলেন। এস আই শামীম হাসান ছিলেন শাজাহানপুরের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। তিনি একজন চৌকস পুলিশ অফিসার।
শাজাহানপুরের মানুষের হৃদয়ের মনিকোঠায় থাকবে এস আই শামীম হাসান।শাজাহানপুর থানার সৎ ও সুযোগ্য অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন,এস আই শামীম হাসানের বদলিতে অনেক স্মৃতিচারণ করেন। থানার সকল অফিসার ও ফোর্স এস আই শামীম হাসানকে একজন সৎ,মেধাবী এবং চৌকস পুলিশ অফিসার হিসেবে বিদায়ী সম্মাননা জানায়। শাজাহানপুরে অপরাধ নিয়ন্ত্রণে এস আই শামীম হাসানের গুরুত্বপূর্ণ অবদান স্মরনীয় হয়ে থাকবে যুগ যুগ ধরে। তিনি নওগাঁ জেলায় বদলি হয়েছেন বলে জানা গেছে।