জাকির হোসেনঃ শেরপুর বগুড়া প্রতিনিধি
জেলার শেরপুর উপজেলা বিশালপুর ইউনিউনের প্রায় গ্রামে পচুর পরিমানে হচ্ছে মরিচ চাষ। মরিচ চাষে পচুর কষ্ট হয়ার সত্বেও এই এলাকার কৃষকেরা প্রতিবছর মরিচ চাষ করে থাকে। কৃষক মশিউর রহমানের কাছ থেকে যানা যায় সে প্রতি বছর প্রায় ৪-৫ বিঘা মরিচ চাষ করে থাকে। প্রতি বছর সে ৬-৭ লক্ষ টাকার মরিচ বিক্রি করে থাকে।কিন্ত প্রতি বছরের ন্যায়ে এবার মরিচের দাম অনেক কম। কিন্তু কম দাম হয়া সর্তেও তার মুখে অনেক হাসি।